Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা: যুবলীগ নেতা আমিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯)।

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯) কে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর রাত ২টা ৩০ মিনিটে সূত্রাপুর থানার মামলায় বংশাল থানাধীন সিক্কাটুলী লেন এলাকা থেকে হেদায়েতুল ইসলাম আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেদায়েতুল স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সুপরিচিত ছিলেন।

জসীম উদ্দিন বলেন, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গ্রেফতার হেদায়েতুল ইসলাম আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে; রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার বৈষম্যবিরোধী আন্দোলন যুবলীগ নেতা হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর