Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:০৯

ঢাকা: উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা (ওয়ারি ) বিভাগের মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- আব্দুল জব্বার (৪৩), মো. মামুন হোসেন (৪০), মো. সোহাগ (৪২), মো. আবু বক্কর সিদ্দিক (২৫) ও মো. রুহুল আমিন (৩৯)।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, আন্তঃজেলা ডাকাতদলের ১৪ থেকে ১৫ জন সদস্য উত্তরায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯টার দিকে উত্তরা পূর্ব থানাধীন রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, তিনটি নেইমপ্লেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এছাড়া, পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

ঢাবির চারুকলায় শরৎ উৎসব উদযাপন
১৬ অক্টোবর ২০২৫ ২২:১৪

আরো

সম্পর্কিত খবর