Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৫:০৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:১৪

যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা: অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, সম্রাট অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(ক) ধারায় দোষী সাব্যস্ত। আত্মসমর্পণ বা গ্রেফতারের তারিখ থেকে তার সাজা গণনা শুরু হবে।

মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। পরে কাকরাইলের তার কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

পরদিন র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

চলতি বছরের ১৬ জানুয়ারি বিশেষ ট্রাইব্যুনাল-২ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর