Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের ২ মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:১৯

জাতীয় জরুরি সেবা ৯৯৯

ঢাকা: সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ দুটির একটি নারীর এবং অন্যটি ছেলে শিশুর হতে পারে। এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দু’টির সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে গেলে পোড়া মরদেহ দেখতে পায় এবং ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সাভার মডেল থানা-পুলিশ সেখানে যায়। ৯৯৯ কল সেন্টারের পুলিশ পরিদর্শক আব্দুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ দু’টি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে সাভারের একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরপর গত বছরের ১১ অক্টোবর রাতে ফের সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

আর ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। এই তিনটি খুনের ঘটনায় কোনো নিহতরই পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর