Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিল হান্ট ফেইজ-২
ডিএমপির চার থানায় গ্রেফতার ২৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২১:০৮

ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ডিএমপির বংশাল, কলাবাগান, শেরেবাংলা ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।’

বংশালে গ্রেফতাররা হলেন- মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিত কুমার সূত্রধর ও মো. জাকির হোসেন।

কলাবাগান থানায় গ্রেফতাররা হলেন- মো. আলিফ চুকদার (১৯), মো. ইমন (২৬), রমজান (২০) ও মো. জাকারিয়া ইসলাম আগুন (২২)।

বিজ্ঞাপন

শেরেবাংলা থানায় গ্রেফতাররা হলেন- মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজিব রহমান (২৬) ও মো. মাহবুবুর রহমান (৩০)।

মুগদা থানায় গ্রেফতাররা হলেন- শামসুল আলম কুট্টি (৩২), নিয়ামুল হুদা কাকন (২০), মো জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চাঁন মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাৎ (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১)।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর