ঢাকা: অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা, মিরপুর, রুপনগর ও শেরেবাংলা এই চার থানা ৪০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মুগদা থানা ২৫ জন, মিরপুর মডেল থানা তিনজন, রূপনগর থানা নয়জন ও শেরেবাংলা থানা তিনজন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল সোমবার মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করে। তারা হলো- সুশীল চন্দ্র শীল (৩০), আরিফূল ইসলাম সিয়াম (২২), ফখরুল ইসলাম (২৬), মো. রাজু (২৭), মো. সিয়াম আহমেদ সৌরভ (২২), সুমন, মো. সাইফূল ইসলাম (২৪), মো. রাসেল ওরফে প্রিন্স, মো. রিপন (৫০), মো. জাহিদুল ইসলাম (২৭), সজীব (২৬), মো. সাকিব (১৮), মো. শাহ আলম (৪৮), আবুল কালাম (৫০), মো. শাওন শেখ (২৫), মুনরুজ্জামান মনির (২৪), মো. মনিরুল ইসলাম (২৫), মো. মোখলেছ (২২), মো. হামিদুল ইসলাম (২২), আতিক হাসান (২০), যুবরাজ হোসেন জুবায়ের (২৫), জামিল হোসিন (২৩), মেহেদী হাসান (২২), মো. জমসের আলী ও অক্ষয় কুমার দাস (২৮)।
তালেবুর রহমান বলেন, এই সময়ে মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তারা হলো- মোঃ টিটু মিয়া, মো. মিনারুল ইসলাম ও মো. কাসেম মিজি। আর ১৯ জানুয়ারি রুপনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে। তারা হলো- শাওন (১৯), মো. মিরাজ (২৬), মো. ইয়াছিন (২৫), মো. বিল্লাল (২৯), মো. নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫) ও নুরুল হক (৩৮)।
তিনি বলেন, গতকাল সোমবার শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তারা হলো- মো. শুক্কুর আলী (২৮), মো. ইমরান হোসেন (২৭), মো. সাগর (২০)। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।