Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় গাঁজাসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৫:১৯

গ্রেফতার আ. সালাম ওরফে শামিম

নওগাঁ: নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আ. সালাম ওরফে শামিম নামে এক মাদক চোরাকারবারি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আ. সালাম ওরফে শামিম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা জয় মংগল এলাকার সাহেব আলীর ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুড়িগ্রাম থেকে একটা পিকআপে গাঁজার চালান আসবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে শহরের ঢাকা রোড, কীর্তিপুর বাজার ও রানীনগর এলাকায় পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যায় কীর্তিপুর বাজারে পুলিশের একটি পিকআপকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় ৮টি পোটলা থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি পিকআপের চালককে গ্রেফতার ও পিকআপটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। এই চোরাকারবারির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

নওগাঁয় গাঁজাসহ যুবক গ্রেফতার
২১ জানুয়ারি ২০২৬ ১৫:১৯

আরো

সম্পর্কিত খবর