Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী নারীকে ব্ল্যাকমেইল করে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২০:১৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:১৮

মো. সালাউদ্দিন

ঢাকা: নিজেকে কানাডা প্রবাসী ও বিপত্নীক পরিচয়ে আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হয়ে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। অতঃপর ভিডিওকলে কথা বলার সময় ভিক্টিমের আপত্তিকর ভিডিও সংরক্ষণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেন প্রতারক। এ রকম প্রায় অর্ধশতাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে মো. সালাউদ্দিন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী এলাকা থেকে আত্মগোপনে থাকা সালাউদ্দিনকে গ্রেফতার করে সিআইডি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও সিম আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায়
ভিক্টিমের ভাই বাদী হয়ে গত ১১ জানুয়ারি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।’

বিজ্ঞাপন

জসীম উদ্দিন বলেন, ‘অভিযুক্ত মো. সালাউদ্দিনের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মো. সালাউদ্দিন ৮০ থেকে ৮৫ জন ভিকটিমের সঙ্গে একইরকমভাবে প্রতারণা করেছেন বলে স্বীকার করেছেন। সেইসঙ্গে মোহাম্মদপুর থানার মামলা ২০২৪ সালের ৬ এপ্রিল তাকে পর্নোগ্রাফির মামলায় তদন্ত শেষে অভিযোগপত্রে মো. সালাউদ্দিনকে অভিযুক্ত করে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা যায়। পরে জামিনে মুক্ত হয়ে একই পদ্ধতিতে নারীদের প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অপরাধ অব্যাহত রাখার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।’

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে মামলাটির এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত মো. সালাউদ্দিন ফেসবুক ম্যারেজ মিডিয়া পেজের মাধ্যমে একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হন। তিনি নিজেকে নাদিম আহমেদ সুমন নামধারণ করে কানাডা প্রবাসী ও বিপত্নীক হিসেবে পরিচয় দেন। ভিক্টিমের বিশ্বাস অর্জনের জন্য ভিডিও কলে তার মা ও বোন পরিচয়ে আরও দুইজনকে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করার পর অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় যাওয়ার কথা বলে ভিক্টিমের কাছ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নিতে থাকেন। একপর্যায়ে ভিডিও কলে কৌশলে ভিক্টিমের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

তিনি ভিক্টিমের কাছ থেকে বিভিন্ন ব্যাংক একাউন্ট এবং বিকাশের মাধ্যমে আনুমানিক ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা) আত্মসাৎ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর