Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫

গ্রেফতার আসামিরা।

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৮ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আটকদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোররাতে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী।

অভিযানকালে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার ১৮ জন নারী পুরুষকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকদের এবং উদ্ধারকৃত মালামাল নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর