Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুছাব্বির হত্যা: শুটার রহিম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৪:২২

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বির হত্যা মামলায় শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুছাব্বির হত্যা মামলায় শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে, মোছাব্বির হত্যার ঘটনায় গত ১০ জানুয়ারি অভিযান চালিয়ে জিন্নাতকে (২৪), আব্দুল কাদির (২৮) ও রিয়াজ (৩২) নামের তিনজনকে গ্রেফতার করে ডিবি।

এর আগে, গত ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৮ জানুয়ারি অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার। মুছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর