Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ০০:৪৩

আটক বাদল সরকার

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় বাদল সরকার (৫২) নামে একজনকে আটক করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

আটক বাদল সরকার একজন ওয়ার্কশপ মিস্ত্রি। তার বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে। তিনি ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, অভিযানে আটক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা যায়, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করতেন এবং এসব অস্ত্র ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করা হতো। সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও তথ্য পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি নজরদারিতে ছিলেন। অভিযানের পর তাকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে শনিবার (২৫ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর