চট্টগ্রাম ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে প্রাক-নির্বাচনি সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম নগর পুলিশসহ (সিএমপি) বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য মিলিয়ে মোট ৪৫৮ জন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে হবে। জনগণের প্রত্যাশিত পুলিশ হয়ে উঠতে হবে। সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’
সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘দায়িত্ব পালনের সময় বডিঅর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’
সভায় আরও বক্তব্য দেন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।