Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি দায়িত্ব পালনকে পুলিশকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকতে বললেন আইজিপি বাহারুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:১২

চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে প্রাক-নির্বাচনি সভায় কথা বলছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে প্রাক-নির্বাচনি সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম নগর পুলিশসহ (সিএমপি) বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য মিলিয়ে মোট ৪৫৮ জন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে হবে। জনগণের প্রত্যাশিত পুলিশ হয়ে উঠতে হবে। সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’

বিজ্ঞাপন

সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘দায়িত্ব পালনের সময় বডিঅর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’

সভায় আরও বক্তব্য দেন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর