Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও পেছাল ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:২২

নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পেছানো হয়েছে। এ নিয়ে মামলার অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ তিন বার পেছানো হলো।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর করা হয়।

বিজ্ঞাপন

মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি। মামলার বাদী ১৫ জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। কিন্তু সেদিনও প্রতিবেদন দাখিল না হওয়ায় ২৫ জানুয়ারি আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর