Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাইবিরোধী’ শিক্ষকের উপস্থিতি, অনুষ্ঠান বর্জন ছাত্রসংসদ নেতাদের

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৮

‘জুলাই সনদ’ বিষয়ক এক অনুষ্ঠানে ‘ফ্যাসিবাদপন্থী’ শিক্ষক উপস্থিত থাকার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন ছাত্রসংসদ নেতারা।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বিষয়ক এক অনুষ্ঠানে ‘ফ্যাসিবাদপন্থী’ শিক্ষক উপস্থিত থাকার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতারা।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে আয়োজিত যুব নীতিনির্ধারণী এ অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তারা অনুষ্ঠান ত্যাগ করেন।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই জুলাইয়ের অংশ। কিন্তু কেউ যদি জুলাইবিরোধী অবস্থানে থাকেন, তার উপস্থিতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য লজ্জাজনক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যেহেতু এই অনুষ্ঠানটি ছিল “জুলাই সনদ” বিষয়ক, তাই একজন জুলাইবিরোধী ব্যক্তির উপস্থিতি আমরা মেনে নিতে পারি না। সে কারণেই ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানটি বর্জন করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসু জিএস সালাউদ্দীন আম্মার এবং চাকসু এজিএস আইয়ুবুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর