Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা

রাবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২৩:২০

রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা। ছবি: সংগৃহীত

রাজশাহী: শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্য ও ঘ্রাণ ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল পিঠা উৎসব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এই আয়োজনে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

উৎসবে ছিল ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধচিতা, পায়েস, নারকেলপুলি, তেল পিঠা, লুচি, নকশি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ও ঘরোয়া পিঠার সমাহার। শীতের সন্ধ্যায় এসব পিঠার স্বাদ ও সুবাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

পিঠা উৎসবে এসে অনুভূতি ব্যক্ত করে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং অন্যন্য সামগ্রিক মান উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা কামনা করি। শুধু বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের বাহিরে যেকোনো ধরনের উন্নয়নে আপনারা অবদান রাখবেন সেটা সমালোচনা করে হোক, সহযোগিতা করে হোক।’

বিজ্ঞাপন

রাকসু’র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সকল কার্যক্রম যুগের পর যুগ ধরে চলে এসেছে। আমরা তাদের সকল কার্যক্রমের শুভ ফলাফল আশা করি। রাবি প্রেসক্লাব যত সাংবাদিক তৈরি করছে তারা সবাই জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছে। আমরা চাই এই সাংবাদিকতার ফলাফল আমাদের ক্লাবগুলো থেকে আসুক।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘রাবি প্রেসক্লাবের এই পিঠা উৎসবের আয়োজন সত্যিই অভূতপূর্ব। আমি আশা করব, ক্যাম্পাসের অন্যান্য সাংবাদিক সংগঠনগুলো এ রকম উৎসবমুখর আয়োজন করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এমন আয়োজন করব শিগগিরই।’

অনুষ্ঠানের সার্বিক বিষয়ে রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘আজকের এই পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝেও প্রেসক্লাবকে সময় দেওয়ার জন্য এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের প্রোগ্রামের সার্থকতা পেয়েছে সেই প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এরকম সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি ফিরে আসবে প্রত্যাশা করি।’

পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসনাত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ ক্লাবের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা।

সারাবাংলা/এনএমই/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর