কুষ্টিয়া: গণভোটে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার জন্য প্রচার চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠনটির শাখা আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একটি গণভোট হবে। সেই গণভোটে আমরা হ্যাঁ-র পক্ষে প্রচারে নেমেছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে সংস্কারগুলো চেয়েছিলাম, সেই সিদ্ধান্তগুলোর সমর্থনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আজকে যাওয়া শুরু করলাম এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় গণমানুষের কাছে আমাদের হ্যাঁ-ভোটের ক্যাম্পেইন পরিচালনা করব।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে চব্বিশের পরাজিত অশুভ শক্তিরা ফুঁসে উঠেছে, তারা না ভোট দিতে বদ্ধপরিকর। আমাদের হ্যাঁ-ভোট ক্যাম্পেইনকে জিতিয়ে নিয়ে আসতে হবে। দেশের স্বার্থে, জুলাইয়ের এবং সব আজাদির আন্দোলনের শহিদদের স্বার্থে আমরা যদি ‘হ্যাঁ’ ভোটকে আমরা যদি জয়যুক্ত করি, তাহলে তাদের রক্তের ঋণ ন্যূনতম হলেও শোধ করতে পারব।’