Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরস্বতী পূজা উপলক্ষ্যে জবি ছাত্রদলের নগদ অর্থ ও উপহার প্রদান

জবি করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ০০:০২

জবি: সরস্বতী পূজা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকার ৪০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ কর্মসূচি গ্রহণ করেন তারা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এই উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সরস্বতী পূজা উপলক্ষ্যে বিভিন্ন মণ্ডপে উপহার দেওয়া সেই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবসময় সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষাগ্রহণ করে এবং সহাবস্থানের পরিবেশ বজায় রাখে।’

বিজ্ঞাপন

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে। সেই ধারাবাহিকতায় ৪০টি পূজামণ্ডপে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর