Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ‘যমুনেশ্বরী’র নেতৃত্বে লূত হাসান ও আকতারুল

ঢাবি করেস্পন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২০:৪১

ঢাবিতে ‘যমুনেশ্বরী’র নেতৃত্বে লূত হাসান ও আকতারুল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুরের বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যমুনেশ্বরী’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লূত হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকতারুল ইসলাম লিটন।

শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের এক সভার মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার, একাডেমিক সহায়তা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি মো. লূত হাসান বলেন, ‘যমুনেশ্বরী বদরগঞ্জের শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব ও মানবিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করতে চাই।’

সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম লিটন বলেন, ‘পূর্বতন কমিটির অবদানকে সম্মান জানিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করব।’

উল্লেখ্য, যমুনেশ্বরী দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর