Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসিকে চাকরির মেয়াদ পর্যন্ত ছুটি, ববিতে আন্দোলন স্থগিত


২৯ এপ্রিল ২০১৯ ১৯:২৪

আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক নিয়োগের মেয়াদ পর্যন্ত ছুটিতে যাওয়ায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ববি ভিসির জন্য ৪৬ দিনের ছুটি মঞ্জুর করেন। মঞ্জুর হওয়া ছুটি ১১ এপ্রিল থেকে কার্যকর হয়ে ২৬ মে পর্যন্ত বলবৎ থাকবে। এই ছুটির মাধ্যমে নিয়োগের মেয়াদকাল শেষ করবেন অধ্যাপক ইনামুল হক।

বিজ্ঞাপন

এদিকে ভিসিকে ছুটিতে পাঠানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা পাশাপাশি তারা আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে উপাচার্যের ছুটির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ওই আদেশে বলা হয়েছে, ১১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হককে ব্যক্তিগত ও প্রশাসনিক প্রয়োজনে ৪৬ দিনের ছুটি মঞ্জুর করেছেন। উপাচার্যের অনুপস্থিতিতে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহাবুব হাসান অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে না পেরে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে উপাচার্য তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলেছিলেন। এর পরদিন থেকে শিক্ষার্থীরা এমন মন্তব্যে উপাচার্যের ক্ষমা চাওয়াসহ দশ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে উপাচার্যের পদত্যাগ দাবির বিষয়টি এক দফায় রূপ নেয়।

বিজ্ঞাপন

এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপাচার্যকে ১১ এপ্রিল থেকে পনের দিনের ছুটি মঞ্জুর করা হলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান।

সারাবাংলা/একে

আন্দোলন ববি বরিশাল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর