ইস্টার্ন ইউনিভার্সিটির রাইটার্স ফোরামের নতুন কমিটি
৯ জানুয়ারি ২০২১ ২২:১০
ঢাকা: ইস্টার্ন ইউনিভার্সিটির রাইটার্স ফোরামের নতুন কমিটি গঠন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য অনলাইনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
রাইটার্স ফোরামের কো-অর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার কাজী তাহমিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ ও ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার মো. রাফিউসসান।
ড. সহিদ আকতার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা উন্নত প্রযুক্তি পেয়েছি। কিন্তু আমাদের সামাজিক বা মানবিক বিকাশ সেই অনুপাতে বাড়েনি। সমাজের অস্থিরতা বেড়েছে ভালো মানের লেখার অভাবে। কারণ, আমাদের শব্দভাণ্ডার কম বা ভাষার চর্চা নেই। আমাদের স্বাভাবিক পড়াশোনার বাইরে ক্রিয়েটিভ লেখালেখিতে আগ্রহী হতে হবে। যারা লিখতে চান, ফোরামের মাধ্যমে তাদের লেখা আরো বিকশিত হবে।’
এ সময় ইফতেখার মাহমুদ বলেন, ‘পড়ার বাইরে গিয়েও আমাদের লেখার জায়গায় দলবদ্ধ হতে হবে। লেখার কাজের সঙ্গে ক্রিয়াশীল থাকাও জীবনের প্রয়োজন। এসময়ের ছেলেমেয়েরা পড়ে না, পড়াকে শেখার অস্ত্র হিসেবে নিতে হবে।’
এ সম্পর্কে কাজী তাহমিনা বলেন, ‘ছাত্রছাত্রীদের লেখালেখিতে আগ্রহী করতে রাইটার্স ফোরাম এমন আয়োজন নিয়মিত করে থাকে। করোনার আগেও ফোরামটি বইমেলা আয়োজনসহ নানা উদ্যোগ নিতো। শিক্ষার্থীদের উজ্জীবিত করতে, সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করতে ও তাদের মধ্যে পাঠের অভ্যাস তৈরি করতে রাইটার্স ফোরামের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে কবিতা আবৃতি করেন গার্গী চ্যাটার্জি, আতিকুর রহমান শুভ ও অনেকেই। এসময় শিক্ষার্থীরা সংগীত পরিবেশনও করেন। এছাড়া নিজের লেখার কিছু অংশ পড়ে শোনান ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিফতাউল জিন্নাতি সিনথিয়া।
ফোরামের সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নূরেম মাহ্পারা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসানুজ্জামান।
নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।