Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২৩:৫৬

সম্মিলিত ইসলামী ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববার (২৫ জানুয়া‌রি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকটির সাম্প্রতিক কার্যক্রম, তারল্য পরিস্থিতি ও ব্যবস্থাপনা–সংক্রান্ত কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন কয়েকটি ব্যাংকের আমানতকারী ও চট্টগ্রামের কিছু ব্যাংক কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানের দিন তারা অনুষ্ঠানস্থলে ঘেরাও কর্মসূচিরও প্রস্তুতি নিচ্ছিলেন। এই তথ্য পাওয়ার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে অনুষ্ঠান বাতিল করা হয়।

বিজ্ঞাপন

উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মধ্যে আলোচনা হয়। ওই আলোচনার পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

তবে অনুষ্ঠান বাতিল হলেও সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর