Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুতি হামলায় ইয়েমেনের জাতিসংঘ ভবন ক্ষতিগ্রস্ত, কর্মীরা নিরাপদে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫ ১২:১৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:৪৫

ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে শনিবার হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে জাতিসংঘ জানিয়েছে, সব কর্মীই নিরাপদ আছেন।

জাতিসংঘের ইয়েমেন আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম এএফপিকে জানান, রাজধানী সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে আনসার আল্লাহ (হুতি) গোষ্ঠীর নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে। সেখানে বর্তমানে ১৫ জন আন্তর্জাতিক কর্মী অবস্থান করছেন।

তিনি বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী সবাই নিরাপদে আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। জাতিসংঘ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত ৩১ আগস্টও সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে ১১ জনেরও বেশি কর্মীকে আটক করেছিল হুতি বিদ্রোহীরা। হুতি কর্মকর্তারা দাবি করেন, ওই কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘আমরা আমাদের ৫৩ জন সহকর্মীর নির্বিচারে আটকের অবসান চাই।’

তিনি হুতি নেতা আবদেলমালেক আল-হুতির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘এসব দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বহু জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে। এ কারণে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে সরিয়ে আদেনে স্থানান্তর করা হয়।

জাতিসংঘের হিসেবে, দশ বছরের গৃহযুদ্ধ ইয়েমেনকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে ফেলেছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

ক্ষমা চাইলেন স্বস্তিকা!
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর