Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে আঘাত হানছে ফাং-ওং সুপার টাইফুন, দুর্যোগ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৫ ১০:৫৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১০:৫৫

ফিলিপাইনে ফাং-ওং তীব্রতর হয়ে সুপার টাইফুনে পরিণত হয়েছে। ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় পূর্ব ও উত্তরাঞ্চল থেকে ১ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে টাইফুনটি মধ্য লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ঝড়টির স্থায়ী বাতাসের বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। টাইফুনটি স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত।

ফিলিপাইনের বিভিন্ন এলাকায় ঝড়ের সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সর্বোচ্চ সংকেত নম্বর ৫ জারি করা হয়েছে দক্ষিণ-পূর্ব লুজনের ক্যাটানডুয়ানেস ও ক্যামারিনস নর্ট–সুর উপকূলে। রাজধানী মেট্রো ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলোতে সংকেত নম্বর ৩ বহাল রয়েছে।

বিজ্ঞাপন

টাইফুনের প্রভাবে পূর্ব ভিসায়ার কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ক্যামারিনস সুরে উদ্ধারকর্মীদের তৎপরতার ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্থানীয়দের ব্যাগ ও জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

এবিএস ও সিবিএন নিউজে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ক্যাটানডুয়ানেসে প্রবল বাতাসে গাছ উপড়ে পড়ছে ও মুষলধারে বৃষ্টি চলছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই টাইফুন কালমায়েগির আঘাতে ফিলিপাইনে ২০৪ জনের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই টাইফুনটি পরবর্তীতে ভিয়েতনামে আঘাত হেনে আরও পাঁচজনের প্রাণহানি ঘটায়।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর