Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার ইসলামিক সংগঠনের প্রধানের পদত্যাগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫ ১০:০৮

বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ)-এর চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফ।

বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ)-এর চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফের পদত্যাগ দাবি উঠেছে। অভিযোগ উঠেছে, তিনি গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সমর্থক এক মার্কিন গবেষককে সংগঠনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।

শনিবার (২২ নভেম্বর) রয়টার্সের একটি নথিতে উল্লেখ করা হয়েছে, স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে; অন্যথায় তাকে পদচ্যুত করা হবে। আমন্ত্রিত গবেষক ডেভিড বারকোভিটজকে ‘জিওনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে নিয়মিত লেখা প্রকাশ করেন। এ ঘটনায় আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।

বিজ্ঞাপন

ডেভিড বারকোভিটজ এনইউ আয়োজিত একটি সেমিনারেও বক্তব্য দিয়েছেন। স্টাকুফ জানিয়েছেন, আমন্ত্রণটি ভুলবশত হয়েছে এবং তিনি গাজায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানান।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত এনইউ’র সদস্য সংখ্যা প্রায় ১০ কোটি। ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দেশটি গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সরব ভূমিকা পালন করছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর