পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ে বাড়ির সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভয়াবহ বিস্ফোরণে বর-কনেসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) ভোরে একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর জিও নিউজ।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিয়ের উৎসব শেষে অতিথিরা যখন ওই বাড়িতে অবস্থান করছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রোববার ভোরে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে।
হতাহতের বিবরণ ও ক্ষয়ক্ষতি এই মর্মান্তিক ঘটনায় নবদম্পতি ছাড়াও তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী বাড়ির দুই প্রতিবেশীও নিহত হয়েছেন। বিস্ফোরণে বাড়ির একাংশ ধসে পড়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।
সরকারি প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, এটি সাধারণ গ্যাস লিকেজ নাকি সিলিন্ডার বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে আশেপাশের বেশ কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি প্রতিক্রিয়া এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।