যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিরূপ আবহাওয়ার কারণে দূতাবাস বন্ধ থাকবে সোমবার (২৬ জানুয়ারি)।
দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানান হয়েছে।
বার্তায় বলা হয়, এই তারিখের কনস্যুলার পরিষেবাগুলোর জন্য সব অ্যাপয়েন্টমেন্ট যথাযথভাবে নির্ধারিত হবে।
আপৎকালীন অবস্থার জন্য নিচের নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
+1 (202) 413-3846;
+1 (571) 317 8788