Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লট বরাদ্দে দুর্নীতি
শেখ হাসিনা-রেহানাসহ ১৭ জনের মামলার রায় ১ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৪:৫৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৬:০৪

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

এদিন দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। মামলার একমাত্র কারাবন্দি আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহীনুর রহমান যুক্তি তুলে ধরে অভিযোগ প্রমাণিত নয় দাবি করে খালাস চান। পলাতক আসামিদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন হয়নি।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিরা হলেন— সাইফুল ইসলাম সরকার, পূরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মামলার নথি অনুসারে, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন— এ অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলা দায়ের করেন। তদন্ত করে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে ৩২ জন সাক্ষী সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর