Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৩:৪২

ঢাকা: জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাক্ষ্যগ্রহণের শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ গঙ্গাচরণ রাজবংশীর ছেলে বিশ্বজিৎ রাজবংশী।

বিজ্ঞাপন

এদিন সকালে গ্রেপ্তার দুই আসামিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম।

অন্যদিকে, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এখনো পলাতক রয়েছেন।

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২১ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শুনানিতে অংশ নেন। গ্রেপ্তার দুই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ। এরও আগে ৬ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর।

২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আসামিদের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীর রামপুরায় ২৮ জন নিহত এবং বহু মানুষ আহত হন। অভিযোগ অনুযায়ী, আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছোড়ার ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম জড়িত ছিলেন এবং অপর আসামিরাও এ হত্যাযজ্ঞে নেতৃত্ব দেন। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

বিজ্ঞাপন

আজ পেঙ্গুইন সচেতনতা দিবস
২০ জানুয়ারি ২০২৬ ১৫:২২

আরো

সম্পর্কিত খবর