Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের প্রচার জোরদারে মন্ত্রণালয়গুলোকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১১:৪২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:০৭

ঢাকা: গণভোটের প্রচার-প্রচারণা ব্যাপকভাবে বাড়াতে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে দুটি করে ব্যানার টাঙানোর নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অ্যাডভোকেট মো. কামরুজ্জামান এই আইনি নোটিশ পাঠান। নোটিশটি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ এবং আইন মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৭ জানুয়ারির এক পত্রের ৩ নম্বর দফা অনুযায়ী নির্বাচনের আগ পর্যন্ত গণভোটের ব্যাপক প্রচার চালানোর জন্য দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, এনজিও, ব্যাংক-বিমা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের সামনে দুটি করে বড় ব্যানার টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে আজ পর্যন্ত সেই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হয়নি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে এর বাস্তবায়ন হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়। এতে বলা হয়, বিভিন্ন দপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীর মধ্যে গণভোটের প্রচারণায় অনীহা দেখা যাচ্ছে। এমনকি কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গণভোটের বিপক্ষে অবস্থান নিতে দেখা গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে অবহেলা ও অনাগ্রহ প্রকাশ করছেন।

এ অবস্থায় দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে নির্ধারিত দুটি করে বড় ব্যানার টাঙানোর নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর