Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কলটি ভুয়া, নেওয়া হবে আইনি ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৫:০০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৭:১৬

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিও কল রেকর্ডটি ভুয়া বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, অডিওটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ।

শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত কণ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। সচেতন কেউ সহজেই বুঝতে পারবেন এটি বিকৃত বা কৃত্রিম কণ্ঠ।

অডিওটি ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়েছে। ২৫ সেকেন্ডের এই রেকর্ডে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিচ্ছেন বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে এবং সমাজে গুজব ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে গুরুতর বলে বিবেচনা করেছে এবং দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সঙ্গে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে এমন ভুয়া কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/এমপি

অডিও কল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর