ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনি প্রহসন ও ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার কারণেই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সানাউল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রধান কারণ দেশে সুষ্ঠু নির্বাচন না থাকা। চোখ বন্ধ করলেই বোঝা যায়—মূল কারণ হলো পঁচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন।’
কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা পক্ষপাতমূলক, দুষ্টু নির্বাচনের নির্দেশনা দেবো না। আপনারাও দেবেন না। দিলে তার দায় আপনাদেরকেই নিতে হবে।’
এনআইডি নিয়ে মানুষের মধ্যে অস্বচ্ছ ধারণা আছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই শুধুমাত্র ঠিকানা পরিবর্তনের জন্য নতুন এনআইডি করতে চান। এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে।
বিদেশ ভ্রমণের জন্য আলাদা করে প্রবাসী ভোটার কার্যক্রম চালানোর প্রয়োজন নেই জানিয়ে সানাউল্লাহ বলেন, এজন্য কর্মকর্তার সংখ্যা কমানো হয়েছে। বর্তমানে নির্বাচনে খরচ প্রায় তিন হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, তবে যেখানে প্রয়োজন সেখানে ব্যয় অবশ্যই করা হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।