Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ওপর হামলা প্রতিহত করতে জনগণই যথেষ্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৯:০৬

রাজধানীর ডিএমপি সদর দফতরে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: সারাদেশে পুলিশের ওপর হামলার ঘটনা কমলেও বিচ্ছিন্ন কিছু হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব হামলা প্রতিহত করতে জনগণই যথেষ্ট; জনগণ যখন দেখবে কাজ ঠিকভাবে হচ্ছে না, তখন তারাই প্রতিরোধ গড়ে তুলবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিএমপি সদর দফতরে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নতুন গাড়িগুলোর চাবি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর হাতে তুলে দেন।

সাম্প্রতিক হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের তুলনায় পুলিশের ওপর হামলার সংখ্যা অনেক কমেছে। সম্প্রতি নরসিংদীতে একটি ঘটনা ঘটেছে, তবে এমন ঘটনা এখন বিরল। আপনারা যদি ইতিবাচকভাবে প্রচার করেন, তাহলে আমাদের জন্য আরও সহায়ক হবে।’

বিজ্ঞাপন

গাড়ি হস্তান্তর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পুলিশের যানবাহনের স্বল্পতা দীর্ঘদিনের। প্রধান উপদেষ্টার নির্দেশনায় ফাইন্যান্স ও শিল্প উপদেষ্টার সহায়তায় সরকারিভাবে ২০০টি গাড়ি ক্রয় করা সম্ভব হয়েছে। আগামী বছর আরও গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার ৫০টি থানার মধ্যে ২৫টি এখনো ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে। সম্প্রতি পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, আরও দুটি স্থাপন করা হবে।’

ঝটিকা মিছিলসহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কার্যক্রম কমেছে। একযোগে ২৪৪ জনকে হাতেনাতে ধরার পর সংখ্যা আরও কমেছে। জনগণের সহযোগিতা পেলে এগুলো একসময় পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

আগামী নির্বাচনের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যখন সবাই নির্বাচনী মুডে আসবে, তখন অপরাধ কমে যাবে। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ নির্বাচনের ব্যাপারে অত্যন্ত সচেতন। এখনই চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবাই যদি সহযোগিতা করে, তাহলে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/এমএইচ/এমপি

পুলিশের ওপর হামলা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর