ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) দলের গঠনতন্ত্র ও ব্যাংক হিসাব নম্বর জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ইসির একজন অতিরিক্ত সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতে ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা চিঠিসহ গঠনতন্ত্র ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইসিতে জমা দিয়েছে। এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিবালয়ে উপস্থিত হয়ে এসব নথি হস্তান্তর করে।
গত জুলাই মাসে দলটি বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছিল। তবে তখন প্রতিবেদনে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা হয়নি। রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, সর্বশেষ হিসাব এবং তহবিলের উৎসের বিবরণ ইসিতে দাখিল করা বাধ্যতামূলক।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামী আগে দাবি করেছিল—‘অনুকূল পরিবেশ না থাকায়’ এতদিন দলের ব্যাংক হিসাব খোলা সম্ভব হয়নি।
এর আগে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘গত ১৫ বছর আমরা বাড়িঘরে থাকতে পারিনি, ব্যাংক হিসাব খুলতে যাব কেন? ব্যাংক খুলতে গেলে তো আয়নাঘরে ঢুকতে হতো। তাই আগের রিটার্নে ব্যাংক তথ্য দেওয়া হয়নি। তবে সামনের রিটার্নে পরিবেশ অনুকূলে থাকলে আমরা তা করব।’
উল্লেখ্য, ২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর চলতি বছর পুনরায় নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।