Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ভোটিং নিবন্ধনে এগিয়ে সাউথ কোরিয়া, এরপরে জাপান ও চীন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২১:০৬

ঢাকা: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম দিনেই প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রবাসী বাংলাদেশি ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মঙ্গলবার (১৮ নভেম্বর)।

অ্যাপ চালুর পর বুধবার (১৯ নভেম্বর) নিবন্ধন শুরুর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেন ৩ হাজার ৩৯১ জন। প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টায় জানান, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৪ জন এবং নারী ১৮৭ জন।

বিজ্ঞাপন

কোন দেশে কতজন নিবন্ধন করেছেন

(১৯ নভেম্বর ২৪ ঘণ্টার হিসাব)

  • দক্ষিণ কোরিয়া: ১,৭৪৫

  • জাপান: ৬৯০

  • চীন: ৩৬৮

  • দক্ষিণ আফ্রিকা: ৩৬৩

  • লিবিয়া: ৬১

  • মিশর: ৫২

  • উগান্ডা: ১৯

  • মোজাম্বিক: ১৫

  • মারিশাস: ১৪

  • নাইজেরিয়া: ১১

  • লাইবেরিয়া: ১১

  • বতসোয়ানা: ৯

  • রিপাবলিক অব কঙ্গো: ৬

  • তানজানিয়া: ৫

  • কেনিয়া: ৪

  • মরক্কো: ৪

কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনের সংখ্যা আরও বাড়িয়ে ৩ হাজার ৪২৩–এ উন্নীত হয়। প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। কোন দেশে কতজন নিবন্ধন করেছেন তা দেখা যাবে— এই লিংকে

ধাপে ধাপে অন্যান্য অঞ্চলের প্রবাসীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

এ ছাড়া দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। এ সময় যেসব প্রবাসী বাদ পড়বেন, তারাও নিবন্ধন করতে পারবেন।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর