Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার, সবই দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় তার নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই দিতে প্রস্তুত সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত। বিশেষভাবে যাদের জন্য স্পেশাল নিরাপত্তা প্রয়োজন, সেই প্রস্তুতিও রয়েছে।’

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে কোর কমিটিতে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও নিরাপত্তার শঙ্কা নেই।’

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান শিগগির দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর