Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল বিষয়ে ইসির বৈঠক ৭ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২০:০১

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৭ ডিসেম্বর (রোববার) কমিশন সভায় বসবে। ওই সভার পর যেকোনো দিন ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল— এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘৭ ডিসেম্বর কমিশন সভা আছে। সভার পরে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’

দেশে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে। এ লক্ষ্যে ইসি এরইমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

বিজ্ঞাপন

তফসিল ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল প্রকাশের পর মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করা হবে। একইসঙ্গে তফসিলেই নির্ধারিত হবে ভোটগ্রহণের তারিখ।

বিজ্ঞাপন

ইসিতে শেষ দিনের আপিল শুনানি চলছে
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪১

আরো

সম্পর্কিত খবর