Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না ‎

স্টাফ করেসপন্ডেট
১১ জানুয়ারি ২০২৬ ১৬:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৪২

ইসিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তার মনোনয়নপত্র বৈধ হয়।

‎শুনানি শেষে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বাছাইয়ে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপেল করেছিলেন মাহমুদর রহমান মান্না।

‎পরে নির্বাচন ভবনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, এ রকম আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করেছেন। তার বিরোধিতা করতে গিয়ে যে ‘মবক্রেসি’ করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে।

বিজ্ঞাপন

‎তিনি বলেন, ‘জেলা প্রশাসক বিচলিত হয়ে মনে করেছেন পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোই ভাল। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।’

বিজ্ঞাপন

সুন্দরবন থেকে ২ জেলেকে অপহরণ
১১ জানুয়ারি ২০২৬ ২১:৪৭

আরো

সম্পর্কিত খবর