Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদিক কায়েমের হস্তক্ষেপে গতি ফিরছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২২:৪০

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম-এর হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা দুই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাদিক কায়েম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় দু’টির ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কমিশনের অবস্থানে ইতিবাচক পরিবর্তন এসেছে।

তিনি বলেন, “নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে—যথাযথ নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের বিষয়ে তারা কাজ করবে। ভিসি ও সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ছাত্র সংসদ গঠনের পথ সুগম করা হবে।”

বিজ্ঞাপন

এর আগে সোমবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় নির্বাচন ছাড়া সব ধরনের নির্বাচন স্থগিত রাখতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এর ফলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। উল্লেখ্য, শাহজালালে ভোটগ্রহণের তারিখ ছিল ২০ জানুয়ারি এবং বেরোবিতে ২১ জানুয়ারি।

এ প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, “তিন সপ্তাহ আগেই নিরাপত্তার অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা কোনোভাবেই যুক্তিসংগত নয়। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্রসমাজ মেনে নেবে না। এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে কোটি তরুণ শিক্ষার্থী। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে নির্বাচন কমিশনের প্রতি তরুণদের আস্থা ক্ষুণ্ন হয়।”

তিনি আরও জানান, সোমবার ইসির নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সঙ্গে আলোচনা করেই তারা কমিশনে সাক্ষাৎ করেন। “আমাদের সঙ্গে কমিশনের আলোচনা ফলপ্রসূ হয়েছে,” যোগ করেন তিনি।

এদিকে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, গণভোটে ‘না’ ভোটের পক্ষে যারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। “আমরা গণভোটের পক্ষে। জনগণই শেষ পর্যন্ত তাদের লাল কার্ড দেখাবে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর