ঢাকা: বাংলাদেশের পাসপোর্টের শক্তি আরও বাড়ছে। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ এখন ৯৫তম অবস্থানে রয়েছে। নতুন এই সূচকের অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
হেনলি সূচক অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশাধিকার বলতে বোঝানো হয়েছে কোনো দেশে আগাম ভিসা ছাড়া যাত্রা, অন-অ্যারাইভাল ভিসা বা ই-ভিসার সুযোগ।
বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসার দেশগুলোর মধ্যে রয়েছে:
বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার এবং মালদ্বীপ।
এছাড়া তালিকায় রয়েছে: মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা, আবার কিছু দেশে ই-ভিসার সুবিধা রয়েছে।