Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৩:৪৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৪:৩১

নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপনের প্রতিবাদে নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান নিয়েছে ছাত্রদল।

‎সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে আগারগাঁওয়ে ‎নির্বাচন কমিশনের কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে জড়ো হয়ে এই বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে, রোববার (১৮ জানুয়ারি) দিনভর অবস্থান শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘোষণা দিয়েছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে।

‎ছাত্রদলের ৩টি প্রধান দাবি:

‎১. পোস্টাল ব্যালট ইস্যু: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘প্রশ্নবিদ্ধ’ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

বিজ্ঞাপন

২. নিরপেক্ষতা নিশ্চিত করা: কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব বজায় রাখা।

৩. শাকসু নির্বাচন প্রসঙ্গ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাকসু) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির ‘বিতর্কিত’ ও ‘প্রভাবিত’ প্রজ্ঞাপন প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।

এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে ইসি ভবন ও এর আশেপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর