Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রজাতন্ত্রের কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারবেন: আলী রীয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২০:০৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

ময়মনসিংহ: গণভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘‘প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন। বাংলাদেশের বিদ্যমান আইন বা সংবিধান কোনো অবস্থাতে আলোচনার মাধ্যমে যে সনদ তৈরি হয়েছে সেইটার পক্ষে প্রচার করতে বাধা দেবে না।‘’

তিনি আরও বলেন, ‘গোলাপী ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করে দেবে। আর সাদা ব্যালট ৫ বছরের জন্য জাতীয় সংসদ তৈরি করবে। এটা কে ক্ষমতায় গেল না গেল কিছুই যায় আসে না। রাষ্ট্রের প্রত্যেককে এই দায়িত্ব পালন করতে হবে।’

বিজ্ঞাপন

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য-বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম ফজলুল হক ভূইয়া ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া।

সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর