Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ভিসা সেবার বিষয়ে সুইডেন দূতাবাসের ব্যাখ্যা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ০৯:১৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:২০

ঢাকা: ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস জানিয়েছে, ৯০ দিনের বেশি সময়ের জন্য বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) বা দীর্ঘমেয়াদি জাতীয় ভিসাসংক্রান্ত কোনো বিষয়ে তারা অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করে না। এসব ক্ষেত্রে আবেদনকারীদের সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে দূতাবাসটি জানায়, তারা কেবল স্বল্পমেয়াদি শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া করে থাকে। এ প্রক্রিয়া তারা ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের পক্ষে পরিচালনা করে।

#MigrationMonday উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত ওই বার্তায় দূতাবাসটি জোর দিয়ে উল্লেখ করে, রেসিডেন্স পারমিট বা ৯০ দিনের বেশি সময়ের জন্য প্রযোজ্য জাতীয় ভিসার আবেদন তাদের কার্যপরিধির বাইরে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ‘অনুগ্রহ করে লক্ষ্য করুন, দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য রেসিডেন্স পারমিট বা জাতীয় ভিসাসংক্রান্ত বিষয়ে সুইডেন দূতাবাস অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করে না। এ ধরনের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা জরুরি।’

দূতাবাসের এই স্পষ্টীকরণের উদ্দেশ্য হলো ইউরোপের বিভিন্ন দেশে ভিসা আবেদনকারীদের মধ্যে বিদ্যমান বিভ্রান্তি দূর করা।

সারাবাংলা /একে/এএ
বিজ্ঞাপন

শহিদ আসাদ দিবস আজ
২০ জানুয়ারি ২০২৬ ১০:২৩

আরো

সম্পর্কিত খবর