ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি)। ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন আর কারা সরে দাঁড়াচ্ছেন, তা চূড়ান্ত হবে আজ ।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে হবে। এরপরই চূড়ান্ত হবে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা।
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের শেষ সুযোগ
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, যেসব আসনে রাজনৈতিক দলগুলো একাধিক প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল, সেসব আসনে দলের চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তাদের জানানোর শেষ সময় আজ। দলের মনোনীত একক প্রার্থী ছাড়া বাকিদের মনোনয়নপত্র এই সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও যদি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান, তবে এই সময়সীমার মধ্যেই তাদের আবেদন জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী:
২০ জানুয়ারি: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
২১ জানুয়ারি: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
২২ জানুয়ারি: আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনি প্রচারণা।
১০ ফেব্রুয়ারি (সকাল ৭:৩০): প্রচারণার শেষ সময়।
১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।