Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি’র সঙ্গে বৈঠকে সুইডিস রাষ্ট্রদূত নিকোলাস উইকস

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৬:০৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৭:৪০

ইসিতে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের বর্তমান রাষ্ট্রদূত নিকোলাস উইকস। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের বর্তমান রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনায় বসেন তারা।

‎জানা গেছে, সৌজন্য এই সাক্ষাতে রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশের বর্তমান নির্বাচনি পরিবেশ, প্রস্তুতির অগ্রগতি এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ ঘিরে ইসির পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হওয়ায় নির্বাচন কমিশনে কর্মতৎপরতা তুঙ্গে। একদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের প্রস্তুতি চলছে, অন্যদিকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই বৈঠককে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে এই আলোচনার পরপরই বিকেল ৪টায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির পূর্বনির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর