Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরসহ জামায়াতের ৭ শীর্ষ নেতার নিরাপত্তার নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৬:২৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৭:৪০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

‎নিরাপত্তা পাচ্ছেন যারা-

ডা. শফিকুর রহমান (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (নায়েবে আমির ও সাবেক এমপি), এ টি এম আজহারুল ইসলাম (নায়েবে আমির), অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল), অধ্যাপক মুজিবুর রহমান (নায়েবে আমির), ড. হামিদুর রহমান আযাদ (সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি) এবং মাওলানা রফিকুল ইসলাম খান (সহকারী সেক্রেটারি জেনারেল)।

‎জানা গেছে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছে কমিশন।

‎চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর উল্লিখিত সাতজন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্য প্রার্থীর উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সকালে গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থীকেও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইসি। মূলত নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কমিশন এই পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর