Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮ উপজেলার নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার ওই বদলি আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের আদেশে বলা হয়েছে, ২০ জানুয়ারি তারিখে জারি করা ওই আট ইউএনও’র বদলি সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলেই বহাল থাকছেন।

যেসব কর্মকর্তার বদলি স্থগিত করা হয়েছে তারা হলেন- ১. বরগুনার পাথরঘাটার ইসরাত জাহান। ২. চুয়াডাঙ্গার জীবননগরের মো. আল-আমীন। ৩. পিরোজপুরের ভাণ্ডারিয়ার রেহেনা আক্তার। ৪. হবিগঞ্জের বাহুবলের লিটন চন্দ্র দে। ৫. বগুড়ার ধুনটের প্রীতিলতা বর্মন। ৬. ফরিদপুরের নগরকান্দার মেহরাজ শারবীন। ৭. নেত্রকোণার কলমাকান্দার মাসুদুর রহমান। এবং ৮. ভোলার চরফ্যাশনের মো. লোকমান হোসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতিতে এই কর্মকর্তাদের আন্তঃজেলা বদলি করা হয়েছিল। আদেশে বলা হয়েছিল, ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তাদের ‘স্ট্যান্ড রিলিজ’ বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে। তবে আজ প্রচারণার প্রথম দিনেই সেই আদেশটি বাতিল করায় মাঠ প্রশাসনের এই কর্মকর্তারা বর্তমান আসনেই নির্বাচনের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর