ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি।
বিস্তারিত পরিসংখ্যান—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন।
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন।
হিজড়া ভোটার: ১ হাজার ১২০ জন।
আসনভিত্তিক ভোটার: ছোট-বড় ব্যবধান
সর্বোচ্চ ভোটার: গাজীপুর-২ আসনে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন, যার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
সর্বনিম্ন ভোটার: ঝালকাঠি-১ আসনে সবচেয়ে কম ভোটার রয়েছেন, যার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
উল্লেখ্য, ইতোমধ্যেই আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে কমিশন। যেখানে ভোটকেন্দ্রের নাম ও অবস্থানের পাশাপাশি নারী, পুরুষ ও হিজড়া ভোটারদের পৃথক সংখ্যা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এবারের নির্বাচনে প্রথমবারের মতো নিবন্ধিত পোস্টাল ব্যালট ভোটারদের সংখ্যাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে বলে মনে করছে কমিশন।
ইসি সচিবালয় জানিয়েছে, এই চূড়ান্ত তালিকার ওপর ভিত্তি করেই ব্যালট পেপার মুদ্রণসহ পরবর্তী নির্বাচনি কার্যক্রম পরিচালিত হবে।