ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হচ্ছে না। তবে কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের বিষয়ে আমরা কথা বলেছি। মোবাইল ব্যাংকিং সেবা এবার পুরোপুরি বন্ধ আমরা করব না। তবে লিমিট করা হবে।’
এ সময় তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণ করতে ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘৮৩ বিদেশি পর্যবেক্ষকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে ৩৬ জন নিশ্চিত করেছেন। পাঁচ জন রিজেক্ট করেছেন। এখনো কনফার্মেশন আসা বাকি আছে।’
তিনি বলেন, ‘বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।’
বর্তমানে ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মতো আছে, এটি তিনশ’র কাছাকাছি যেতে পারে বলেও ইসি সচিব জানান। এছাড়া, এবারের নির্বাচনে ভোটগণনায় সময় বেশি লাগবে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন, এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সিআইডি, বিকাশ, রকেট নগদ ও উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভোট কেনাবেচার হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের মোবাইল ব্যাংকিং নাম্বার সংগ্রহের তথ্য ছড়িয়ে পড়ছে।