Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন নির্বাচনে সহায়তায় থাকবে ১৬ হাজার বিএনসিসি সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২১:৩২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২২:৩৯

নির্বাচন কমিশনের (ইসি)। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১৬ হাজারের বেশি সদস্যকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে বিএনসিসির মহাপরিচালকের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকের পর ইসি সচিব মো. আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিব বলেন, ‘নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে, আসন্ন নির্বাচনে ১৬ হাজারের অধিক বিএনসিসি সদস্য আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা দেবেন। তবে তাদের মোতায়েন পরিকল্পনা, কমান্ড স্ট্রাকচার এবং কার অধীনে তারা কোথায় দায়িত্ব পালন করবেন, এই বিষয়গুলো রোববার (২৫ জানুয়ারি) বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন প্রায় নয় লাখের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ, নৌ-বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ (স্থলভাগে ১ হাজার ২৫০), পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, বর্ডার গার্ডের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫, র‍্যাবের ৭ হাজার ৭০০ এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ হাজার ৩৯০ জন সদস্য মাঠে থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর