ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় এবার প্রার্থীদের প্রচরে পিভিসি (প্লাস্টিক) ব্যানার, রেক্সিন ও পলিথিনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ইসির জারি করা ‘নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এ এই নির্দেশনাতে বলা হয়েছে।
ইসির নতুন বিধিমালা অনুযায়ী, নির্বাচনে কেবল পচনশীল ও পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা যাবে। কোনো প্রার্থী বা রাজনৈতিক দল অপচনশীল দ্রব্য যেমন-রেক্সিন, প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার করতে পারবেন না। এমনকি সাধারণ পোস্টার বা ব্যানারেও পলিথিনের আবরণ দেওয়া যাবে না।
প্রচারসামগ্রীর আকার ও রঙের সীমাবদ্ধতা নির্বাচনি প্রচারে সমতা বজায় রাখতে এবং বিশৃঙ্খলা এড়াতে নির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করে দিয়েছে কমিশন।
- রঙ: ডিজিটাল মাধ্যম ছাড়া সব ব্যানার, লিফলেট ও ফেস্টুন হতে হবে সাদা-কালো।
- ব্যানার: আয়তন সর্বোচ্চ ১০ ফুট × ৪ ফুট।
- লিফলেট/হ্যান্ডবিল: সর্বোচ্চ A4 সাইজ (৮.২৭ ইঞ্চি × ১১.৬৯ ইঞ্চি)।
- ফেস্টুন: সর্বোচ্চ ১৮ ইঞ্চি × ২৪ ইঞ্চি।
- প্রতীক: প্রার্থীর নির্বাচনি প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ৩ মিটারের বেশি হওয়া চলবে না।
- ছবি ব্যবহারের নিয়মপ্রার্থীরা তাদের প্রচারসামগ্রীতে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে নিবন্ধিত দলের প্রার্থীরা চাইলে তাদের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার
- করতে পারবেন। এক্ষেত্রে শর্ত হলো, ছবিটি হতে হবে ‘পোর্ট্রেট’ (Portrait) আকারের এবং এর আয়তন ৬০ সে.মি. × ৪৫ সে.মি.-এর বেশি হবে না।
- কোনো জনসভা বা প্রার্থনারত ভঙ্গিমার ছবি ব্যবহার করা যাবে না।
- যেখানে প্রচার নিষিদ্ধদেওয়াল লিখন বা পোস্টার সাঁটানোর চিরাচরিত সংস্কৃতি বন্ধে কঠোর হয়েছে ইসি। কোনো ভবন, দেওয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি এবং সরকারি স্থাপনায় কোনো প্রচারপত্র লাগানো যাবে না। এছাড়া বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ বা রিকশার মতো কোনো যানবাহনেও লিফলেট বা ফেস্টুন সাঁটানো দণ্ডনীয় অপরাধ। তবে অনুমোদিত স্থানে লিফলেট বিতরণ ও ব্যানার টাঙানো যাবে।
উল্লেখ্য, প্রতিটি প্রচারসামগ্রীতে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। অন্য প্রার্থীর প্রচারসামগ্রী নষ্ট বা বিকৃত করা আচরণবিধির চরম লঙ্ঘন হিসেবে গণ্য হবে।